ইরানকে সম্প্রসারণবাদী আদর্শ ত্যাগের আহ্বান সৌদি বাদশাহর Sino-Bangla Sino-Bangla News Publish: 3:09 PM, November 21, 2019 ইরানকে সম্প্রসারণবাদী আদর্শ ত্যাগের আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ইরানের এই মানসিকতায় তার নিজ দেশের লোকজনই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। ইরানের বিক্ষোভের দিকে ইঙ্গিত করে বুধবার (২০ নভেম্বর) সৌদি বাদশাহ এমন মন্তব্য করেন। বার্তা সংস্থা এএপির খবরে এ তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু করে দেশটির নাগারিকরা। পেট্রোলের দাম ২০০ ভাগ বাড়িয়ে দেয়ার ঘোষণার পর রাস্তায় নেমে আসে ইরানের জনগণ। শুরা কাউন্সিলে আলোচনার পর সৌদি বাদশাহ বলেন, আমরা আশা করছি, ইরানি সরকার প্রজ্ঞাকে কাজে লাগাবে। আন্তর্জাতিক সম্প্রদায় তাদের যে কার্যক্রমকে প্রত্যাখ্যান করছে, তাতে জয়ী হওয়ার কোনো উপায় তাদের হাতে নেই। দেশটিকে অবশ্যই ধ্বংসাত্মক ও সম্প্রসারণবাদী চিন্তাভাবনা ত্যাগ করতে হবে। সৌদি বাদশাহ বলেন, ইরানি সরকারের নীতি ও তাদের ছায়াযুদ্ধের শিকার রিয়াদ। এতে আমরা ভোগান্তিত পড়েছি। আমরা যুদ্ধ না চাইলেও জনগণের প্রতিরক্ষায় প্রস্তুত রয়েছি। SHARES Home Subject: