November 19, 2024 1:04 pm

চীনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিতর্ক প্রতিযোগিতা


Publish: 10:09 PM, February 27, 2023

চীন প্রতিনিধি: “বাঙালীর পণ বাঙালীর আশা, বাঙালীর কাজ বাঙালীর ভাষা” এই স্লোগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা চীন শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় গান ,কবিতা, এবং বিতর্ক প্রতিযোগিতার।

গত শনিবার অনুষ্ঠানটি চীনের নানচিং শহরে মনোমুগ্ধকর শুয়ানো লেকের ধারে অনলাইন এবং অফলাইনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, বন্ধুসভা চীন শাখার সভাপতি মো:আহনাফ তাহমিদ আনন।

সাবরিনা লিজা, হাসি আক্তার ভাবনা এবং ফাহমিদা প্রীতি এর যৌথ সঞ্চলানয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রথম আলো প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক।

অনুষ্ঠানটির স্বার্বিক তত্ত্বাবধয়ানে ছিলেন, আব্দুল্লাহ্ আল বারী ভূবন। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ এর সভাপতি উওম রায়, চীন বন্ধুসভার উপদেষ্টা ড. মো: আশরাফুল আলম, ড. এ. এ. এম. মুজাহিদ, এবং পি এইচ ডি গবেষক খাইরুল ইসলাম সহ আরো অনেকে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাভাষার ইতিহাস এর গুরুত্ব ও তাৎপর্য এবং ভাষার নানাবিধ ব্যবহার সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

মনোমুগ্ধকর গান ও কবিতার পাশাপাশি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতায় “সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনে আমরা আন্তরিক নই” এই বিষয়ে পক্ষ এবং বিপক্ষ দল দুই দলই চমৎকার তথ্য বিশ্লেষণ এবং যুক্তি খন্ডন করে। প্রতিযোগিতায় বিজয় লাভ করে পক্ষ দল “নানজিং ইউনিভার্সিটি অব পোস্টস এন্ড টেলিকমিউনিকেশনস” এবং শ্রেষ্ঠ বক্তা হয়েছেন নওশিন জমান অনন্যা।

সর্বশেষ পুরষ্কার বিতরনী মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।