চীনে সংস্কৃতি ও গ্রামীণ পুনর্জাগরণ শীর্ষক সংলাপ Sino-Bangla Sino-Bangla News Publish: 12:11 PM, April 29, 2023 চীন প্রতিনিধি: সমন্বয়পূর্ণ সহাবস্থান এই থিম নিয়ে বাংলাদেশিদের অংশগ্রহণে চীনে সংস্কৃতি ও গ্রামীণ পুনর্জাগরণ বিষয়ক আন্তর্জাতিক সংলাপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সংলাপটি ২৮শে এপ্রিল ঝচিয়াং প্রদেশের হুঝো শহরে আনচি কাউন্টিতে অনুষ্ঠিত হয়। এই সংলাপের লক্ষ্য হল গ্রামীণ সাংস্কৃতিক নির্মাণের জন্য একটি আন্তর্জাতিক বিনিময় প্ল্যাটফর্ম তৈরি করা, বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষার প্রচার এবং প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সবুজ উন্নয়ন ধারণাকে প্রচার করা। দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এবং ঝচিয়াং প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস সংলাপটি যৌথভাবে আয়োজন করে। দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এর সাংস্কৃতিক বিনিময় বিভাগের পরিচালক ঝু তান এর সভাপতিত্বে সংলাপে মূল বক্তব্য রাখেন থাইল্যান্ডের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এবং থাই-চীনা মৈত্রী সমিতির সভাপতি কর্ন ডাব্বারানসি। এছাড়াও বক্তব্য রাখেন, দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এর ভাইস প্রেসিডেন্ট লি শিকুএ, সিপিপিসিসি ঝচিয়াং প্রদেশের ভাইস চেয়ারম্যান ইয়ে ঝংবো, চীনে মরিশাসের রাষ্ট্রদূত ওয়াং চুনওয়ান, নেপাল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কেন্দ্রীয় সমবায় ও দারিদ্র্য বিমোচন বিভাগের প্রধান কমল চৌলাগাইন সহ অন্যান্য কূটনীতিক ও ব্যক্তিবর্গ। বিভিন্ন সভ্যতার মধ্যে আদান-প্রদান ও পারস্পরিক শিক্ষার প্রসার, আধুনিকীকরণের পথে হাঁটতে হাত মেলান এবং সক্রিয়ভাবে উপদেশ ও পরামর্শ প্রদান লক্ষে, “গ্রামীণ সংস্কৃতির উত্তরাধিকার এবং উদ্ভাবন”, “গ্রামীণ সাংস্কৃতিক ও পর্যটন শিল্পের একীকরণ” এবং “আন্তর্জাতিক সহযোগিতা এবং গ্রামীণ উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়” এই তিনটি বিষয়ের উপর সংলাপটি অনুষ্ঠিত হয়। চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ এর আমন্ত্রণে চীনে অধ্যয়নরত চার বাংলাদেশি শিক্ষার্থী সংলাপে অংশ নেন। তারা হলেন মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম, মাইনুল ইসলাম আপন, মেহেদী হাসান সানি এবং মোঃ সোহাগ হোসেন। বাংলাদেশ, নেপাল, আমেরিকা, যুক্তরাজ্য, আফগানিস্তান, মরক্কো, পাকিস্তান, লাওস, থাইল্যান্ড, গ্রীক, নরওয়ে, মরিশাস, নাইজেরিয়া, কেনিয়া এবং অন্যান্য দেশ ও অঞ্চলের ১০০ জনের বেশি চীনা ও বিদেশী প্রতিনিধি সংলাপে অংশ নেন। SHARES সারা বাংলা Subject: