চীনে ফারুক খানের সাথে বাংলাদেশি শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ Sino-Bangla Sino-Bangla News Publish: 9:50 PM, May 30, 2023 চীন প্রতিনিধি: কমিউনিস্ট পার্টি অব চীনের (সিপিসি) আমন্ত্রণে আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে ১৭ সদস্যের একটি দল গত ২১ মে (রোববার) দিবাগত রাত চীন সফরে আসেন। এ সফর করা কালীন প্রতিনিধি দল ২৯ মে চীনের নিংশিয়া স্বায়ত্বশাসিত অঞ্চল সফর করেন। ওইদিন রাত ৯ টায় চীনের নিংশিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৬ জন শিক্ষার্থীদের একটি দল লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও তাদের সমস্যা নিয়ে আলোচনা করেন। তারা হলেন, নিংশিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা জেলা উত্তর শাখার উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রিন্স ঘোষ, ছাত্রলীগ কর্মী ইমরাম খান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহাদ আল অভি, তিন্নি শার্মিন, নাজিউর রহমান শিশির ও হৃদয় সরকার। এসময় শিক্ষার্থীরা বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীদের দেশে ফিরে বেসরকারি মেডিকেলে ইন্টার্নশিপ নিয়ে নতুন নিয়ম পরিবর্তন বিষয়ে কথা বলেন। তারা নতুন এ নিয়ম পরিবর্তন করে সরকারি মেডিকেলে ইন্টার্নশিপ করার সুযোগ করে দেওয়ার দাবী জানান। এ বিষয়ে প্রিন্স ঘোষ বলেন, আমরা আমাদের দাবী তাদের জানিয়েছি যাতে আমাদের এ দাবী প্রধানমন্ত্রী অব্দি পৌঁছায়। আমরা বলেছি আমাদের ৫ বছর মেডিকেল পড়া শেষে চীনে ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। ভাষাগত সমস্যার কারণে চীনে ইন্টার্নশিপ করেও আমরা তেমন কিছু শিখতে পারি না। নতুন নিয়ম করায় আমাদের দেশে গিয়ে লাইসেন্স পরিক্ষা দিয়ে সরকারি মেডিকেলে ইন্টার্নশিপের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমাদের নির্দিষ্ট ফি দিয়ে বেসরকারি মেডিকেলে ইন্টার্নশিপ করতে হবে আর এর মাধ্যমে আমাদের শেখার জায়গাটা সংকচিত করে দেওয়া হয়েছে। ইমরান খান বলেন, আমাদের চীনে এসে ৬ মাস ভাষা শিখতে হয় তার পরে ৫ বছর এমবিবিএস পরে ১ বছর ইন্টার্নশিপ করে দেশে গিয়ে আবার ৬ মাস সময় চলে যায় লাইসেন্স পরিক্ষার জন্য। তার পরে আবার ইন্টার্নশিপ করতে হয়। সব মিলে আমাদের প্রায় ৮ বছর প্রয়োজন হয় যা অনেক দীর্ঘ মেয়াদি। আমরা চীনে আলাদা করে ইন্টার্নশিপ করার নিয়ম পরিবর্তনের দাবী জানিয়েছি এবং দেশে গিয়ে আমরা সরকারি মেডিকেলে ইন্টার্নশিপ করার দাবিও জানিয়েছি। নিংশিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় সরকার বলেন, আমরা আমাদের দাবী জানিয়েছি এবং তারাও আমাদের এ দাবীকে যুক্তিসংগত বলেছেন। তারা বলেছেন এ বিষয়ে তারা প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন।” এই বিষয়ে লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, বিদেশে শিক্ষারত বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীদের দেশে সরকারি মেডিকেলে ইন্টার্নশিপ করা বন্ধ করার সিদ্ধান্তের কথা জানা ছিল না। তবে যেহেতু এই সিদ্ধান্তের জন্য শিক্ষার্থীদের শেখার জায়গা সংকচিত হয়ে গেছে তাই ওই বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলবেন এবং দাবী উপস্থাপন করবেন। SHARES Home Subject: